কঙ্গনাকে চড় মারার ঘটনায় যা বললেন সেই নারীর মা

কঙ্গনাকে চড় মারার ঘটনায় যা বললেন সেই নারীর মা

অনলাইন ডেস্ক

সম্প্রতি মান্ডি থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় গোটা ভারতজুড়ে হইচই পড়ে গেছে। কুলবিন্দর নামের ওই নারী নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাকে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জওয়ানের মা।

পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে বীর কৌর জানিয়েছেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে। ’ 

প্রসঙ্গত, সিআইএসএফ-জওয়ানের মা বীর কৌর নিজেই পঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে শুধু মা বীর কৌর নন, ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত কুলবিন্দর সিং-এর দাদা শের সিং মাহিভাল।

তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমের সাহায্যেই চণ্ডীগড় বিমানবন্দরের ওই ঘটনার কথা জানতে পেরেছি।

বুঝেছি যে কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে। তর্কবিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়েছিল, যে কারণে ঘটনাটা ঘটেছে। সেনা এবং কৃষক, দুই পক্ষই তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা আমার বোনকে পূর্ণ সমর্থন করছি। ’

এদিকে কঙ্গনাকে চড় যিনি মেরেছেন, সেই সিআইএসএফ জওয়ান নিজে ঘটনার বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার নিজের চাকরির চিন্তা নেই, মায়ের সম্মানের জন্য আমি এমন হাজারও চাকরি কুরবান করতে পারি। ’

আরও পড়ুন: যে কারণে কঙ্গনাকে চড় মারেন সেই নারী

এদিকে কঙ্গনাকে চড় কষানোর ঘটনায় গোটা বলিউড নিরব থাকলেও মুখ খুলেছেন সঙ্গীত পরিচালক, গায়ক বিশাল দাদলানি। তিনিও সিআইএসএফ অভিযুক্ত জওয়ান কুলবিন্দরের সমর্থনে লেখেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই সিআইএসএফ কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি ওঁর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ। ’

news24bd.tv/TR     

এই রকম আরও টপিক