রজনীকান্তের ছবিকেও হারিয়ে দিল 'কল্কি'

রজনীকান্তের ছবিকেও হারিয়ে দিল 'কল্কি'

অনলাইন ডেস্ক

মুক্তি পর থেকে রেকর্ড গড়ছে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির ৬ দিনেই দক্ষিণের সব থেকে ব্লকবাস্টার ছবি 'জেলার' এবং 'লিও'-কে আয়ের নিরিখে পেছনে ফেলেছে প্রভাস-দীপিকার এই সিনেমা।

গত ২৭ জুন মুক্তি পেয়েছে এই ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। যা প্রত্যাশা করা হয়েছিল, ঠিক তাইই হচ্ছে! মাত্র ৬ দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ বিশ্বব্যাপী প্রায় ৬১৫ কোটি টাকা আয় করেছে, যা বেশ কয়েকটি সিনেমার আজীবন রেকর্ড ভেঙেছে।

এটি ইতিমধ্যেই রজনীকান্তের 'জেলার' এবং থালাপথি বিজয়ের 'লিও'-এর সামগ্রিক বিশ্বব্যাপী ব্যবসাকে ছাড়িয়ে গেছে। উভয় তামিল ছবি গত বছর বিস্ময়কর আয় করেছিল। একটি আয় করেছিল ৬০৪.৯ কোটি এবং ৬০৫.৯ কোটি টাকা।

বিশ্বব্যাপী বক্স অফিসে ১৫টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা
দঙ্গল: ২০৭০.৩ কোটি টাকা
বাহুবলী ২: ১৭৮৮ কোটি টাকা
আরআরআর: ১২৩০ কোটি টাকা
কেজিএফ ২: ১২১৫ কোটি টাকা
জওয়ান: ১১৬০ কোটি টাকা
পাঠান: ১০৫৫ কোটি টাকা
বজরঙ্গি ভাইজান: ৯২২ কোটি টাকা
পশু: ৯১৫ কোটি টাকা
পিকে: ৭৯২ কোটি টাকা
গদর ২: ৬৮৬ কোটি টাকা
বাহুবলী: ৬৫০ কোটি টাকা
বেতন: ৬১৭ কোটি টাকা
কল্কি: ৬১৫ কোটি টাকা (চলমান)
লিও: ৬০৫.৯ কোটি টাকা
জেলার: ৬০৪ কোটি টাকা 

ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়।

news24bd.tv/TR
 

এই রকম আরও টপিক