মুক্তি পর থেকে রেকর্ড গড়ছে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির ৬ দিনেই দক্ষিণের সব থেকে ব্লকবাস্টার ছবি 'জেলার' এবং 'লিও'-কে আয়ের নিরিখে পেছনে ফেলেছে প্রভাস-দীপিকার এই সিনেমা।
গত ২৭ জুন মুক্তি পেয়েছে এই ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। যা প্রত্যাশা করা হয়েছিল, ঠিক তাইই হচ্ছে! মাত্র ৬ দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ বিশ্বব্যাপী প্রায় ৬১৫ কোটি টাকা আয় করেছে, যা বেশ কয়েকটি সিনেমার আজীবন রেকর্ড ভেঙেছে।
বিশ্বব্যাপী বক্স অফিসে ১৫টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা
দঙ্গল: ২০৭০.৩ কোটি টাকা
বাহুবলী ২: ১৭৮৮ কোটি টাকা
আরআরআর: ১২৩০ কোটি টাকা
কেজিএফ ২: ১২১৫ কোটি টাকা
জওয়ান: ১১৬০ কোটি টাকা
পাঠান: ১০৫৫ কোটি টাকা
বজরঙ্গি ভাইজান: ৯২২ কোটি টাকা
পশু: ৯১৫ কোটি টাকা
পিকে: ৭৯২ কোটি টাকা
গদর ২: ৬৮৬ কোটি টাকা
বাহুবলী: ৬৫০ কোটি টাকা
বেতন: ৬১৭ কোটি টাকা
কল্কি: ৬১৫ কোটি টাকা (চলমান)
লিও: ৬০৫.৯ কোটি টাকা
জেলার: ৬০৪ কোটি টাকা
ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।
news24bd.tv/TR