জনপ্রিয় দক্ষীণি অভিনেতা প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ গত ২৭ জুন মুক্তি পেয়েছে। মুক্তি পর থেকে রেকর্ড গড়ছে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি। মুক্তির নবম দিনে এসেও মোটের উপর ভালোই আয় করল ‘কল্কি ২৮৯৮ এডি’। ইতোমধ্যেই এই সিনেমা প্রায় সাড়ে চারশো কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে।
প্রথম থেকেই বক্স অফিসে দারুণ প্রভাব দেখা গেছে এই 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমার। প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই সিনেমাটি ২৪ কোটি আয় করেছে।
পঞ্চম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৩৪ কোটি ১৫ লাখ আয় করেছে। ষষ্ঠ দিনে এই ছবিটি ২৭ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনে ২২ কোটি ২৫ লাখ আয় করেছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমা।
অষ্টম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ২২ কোটি ৪০ লাখ আয় করেছে। ফলে প্রথম সপ্তাহে এই সিনেমাটি ৪১৪ কোটি ৮৫ লাখ আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার (৫ জুলাই) 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমাটি বক্স অফিসে ১৬ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে। ফলে বর্তমানে ভারতীয় বক্স অফিসে এই সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৩১ কোটি ৫৫ লাখ রুপি।
'কল্কি ২৮৯৮ এডি' সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে মুখ্য ভূমিকায় দেখা গেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিসহ অনেকে। সিনেমাটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে।
news24bd.tv/TR