‘নিরাপত্তারক্ষীদের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না’

শাবানা আজমি ও কঙ্গনা রানাওয়াত

‘নিরাপত্তারক্ষীদের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না’

অনলাইন ডেস্ক

সম্প্রতি বলিউড অভিনেত্রী এবং ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়ী প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে চড় মারা প্রসঙ্গে উত্তাল হয়েছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে এর রেশ ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে।

এই ঘটনা নিয়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে।

কঙ্গনাকে চড় প্রসঙ্গে ভারতের প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি বলেন, ‘নিরাপত্তারক্ষীদের নিজেদের হাতে আইন তুলে নেওয়া উচিত না।

শনিবার (৮ জুন) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়ে শাবানা আজমি বলেছেন, তিনি তাদের দলে নেই যারা কঙ্গনাকে চড় মারা প্রসঙ্গে উদযাপন করছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সদ্য লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত জানান, চণ্ডীগড় বিমানবন্দরে একজন সিএসএফ কনস্টেবল তাকে ''আঘাত'' করেছে।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতজুড়ে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা।

এতে উত্তাল হয় দিল্লির পরিস্থিতি।

আরও পড়ুন: কঙ্গনাকে চড় দেওয়া বরখাস্ত জওয়ানকে চাকরির আশ্বাস বিশালের

সেই সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘১০০ টাকাতেই লভ্য’। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী। সেই পোষ্টের ক্ষোভেই কঙ্গনাকে চড় মেরে বসেন বলে জানান সেই কনস্টেবল।

news24bd.tv/SC