উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ থেকে রক্ষার দাবি বিশেষজ্ঞদের

সংগৃহীত ছবি

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ থেকে রক্ষার দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

দেশের উপকূলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৪ জুন) রেমাল পরবর্তী পরিস্থিতি ও করণীয় বিষয়ে রাজধানীর ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি করেন তারা।

উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এবং  সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সাংসদ মো. রশীদুজ্জামান, বাগেরহাটের সাংসদ এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাতক্ষীরার সংরক্ষিত নারী এমপি লায়লা পারভীন সেজুতি।

এসময় সরকার পদক্ষেপ নেওয়ার কারণে এবার রেমালে ক্ষতি কম হয়েছে বলে দাবি করেন জনপ্রতিনিধিরা।

তবে উপকূলীয় অনেক অঞ্চলে লবণ পানি প্রবেশ করায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরন আদায়ের দাবি জানান উপকূলীয় অঞ্চলের পেশাজীবি সংগঠন ও নাগরিক সমাজের বিশিষ্টজনরা।

news24bd.tv/ab