বিপুল ভোটে এগিয়ে কঙ্গনা, জিতলে ছাড়বেন অভিনয় 

বিপুল ভোটে এগিয়ে কঙ্গনা, জিতলে ছাড়বেন অভিনয় 

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে এবারে অনেক তারকাই প্রার্থী হয়েছেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও আছেন সেই দৌড়ে। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী। এবার নির্বাচনে জিতলে অভিনয়কে বিদায় জানাবেন বলেও ভারতীয় গণমাধ্যমে জানান কঙ্গনা।

 

আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনায় কংগ্রেসের বিক্রমাদিত্য সিং থেকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন কঙ্গনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে- ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা রানাউত ৩ লাখ ৩৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন। অন্যদিকে বিক্রমাদিত্য সিং পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৯৬ ভোট।

অর্থাৎ কঙ্গনা রানাওয়াত বর্তমানে ৪২ হাজার ৮৫১ ভোটে এগিয়ে আছেন।  

তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কোন দিকে ঘোরে, তা সময় বলবে।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণা দিন সকালেই নিজের বাড়িতে পুজো করে দিনটা শুরু করেছেন বলিউডের ‘কুইন’। এলাকার এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা। সেখান থেকে কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে যান কঙ্গনার মা।

ছবিতে দেখা যায়, কঙ্গনাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন তাঁর মা। ক্যাপশনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লিখছেন, ‘‘মা হলেন ইশ্বরের রূপ। আজ আমার মা আমায় দই-মিষ্টি খাওয়ালেন। ’’

মঙ্গলবার, মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে। ’’  

news24bd.tv/TR    

এই রকম আরও টপিক