ট্রাম্পের জেল চান স্টর্মি

সংগৃহীত ছবি

ট্রাম্পের জেল চান স্টর্মি

অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তার জেল দাবি করেছেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস (৪৫)। যুক্তরাষ্ট্রের এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে সতর্ক করে স্টর্মি বলেছেন, এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে। স্টর্মির অভিযোগ, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

এরপর ২০১৬ সালে প্রথম তিনি প্রেসিডেন্ট প্রার্থী হন।

আরও পড়ুন: ট্রাম্প অপরাধী হয়ে সম্পদও হারাচ্ছেন

সে সময় স্টর্মি ড্যানিয়েলস যাতে এ সম্পর্ক নিয়ে মুখ না খোলেন সে জন্য তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। এ অভিযোগের সঙ্গে মোট ৩৪টি অভিযোগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে আদালত। স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, আমি মনে করি ট্রাম্পকে জেল দেওয়া উচিত।

দ্য গার্ডিয়ানের খবরে আরও বলা হয়, নিউইয়র্কের আদালত স্টর্মির সাক্ষ্যকে বিশ্বাস করে ট্রাম্পকে দ্রুততার সঙ্গে অভিযুক্ত করেছে। এটা দেখে স্টর্মি ড্যানিয়েলস বিস্ময় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এজন্য ট্রাম্পের সমর্থকদের কাছ থেকে তিনি হত্যার হুমকিও পেতে পারেন।