ট্রাম্প অপরাধী হয়ে সম্পদও হারাচ্ছেন 

ট্রাম্প

ট্রাম্প অপরাধী হয়ে সম্পদও হারাচ্ছেন 

অনলাইন ডেস্ক

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৪ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তার ভাবমূর্তিই ক্ষুন্ন হয়নি শুধু, সম্পদও হারাবেন প্রচুর। সিএনবিসি জানিয়েছে, ট্রাম্প মিডিয়ার ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগমাধ্যম গত মার্চে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ফলে ট্রাম্প কাগজে-কলমে কয়েকশ’ কোটি ডলারের সম্পদের মালিক হন। একই সঙ্গে তিনি প্রথমবারের মতো বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির তালিকায়ও স্থান পান।

তবে পাশাপাশি তাকে আদালতে মামলা চালাতে বিপুল অর্থও খরচ করতে হয়।
তার কোম্পানির শেয়ারের দাম কমে যায়। এতে তিনি বড় অংকের অর্থ লোকসান দেন। তবে ডোনাল্ড ট্রাম্প সম্পদ হারান কাগজে কলমে।
 গতকাল শনিবার দিন শেষে ট্রাম্প মিডিয়া এ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম কমে যায় ৫.৩ শতাংশ। সূত্র, গার্ডিয়ান
শেয়ারবাজারে যখন লেনদেন শেষ হয়, তখন কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের মূল্য দাঁড়ায় ৫৬০ কোটি ডলার। ঠিক এক দিন আগে ওই শেয়ারের দাম ছিল প্রায় ৬০০ কোটি ডলার। অর্থাৎ এক দিনেই ট্রাম্পের শেয়ারের মূল্যমান কমেছে প্রায় ৪০ কোটি ডলার।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক