কিয়েভের শাসকরা ইউক্রেনের জনগণের কথা ভাবছে না: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

কিয়েভের শাসকরা ইউক্রেনের জনগণের কথা ভাবছে না: ল্যাভরভ

অনলাইন ডেস্ক

কিয়েভের শাসকরা ইউক্রেনের জনগণের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৩০ মে) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান। লড়াই শুরুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবং হাজারও মানুষের প্রাণহানি ঘটলেও সংঘাত অবসানের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাক্ষাৎকারে সংঘাতের কূটনৈতিক সমাধানের বিষয়ে সন্দিহান ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিয়েভে যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনের চেষ্টা করছে তাদের দল। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনার কথা ভাবা কঠিন।

জেলেনস্কির বর্তমান অবস্থার জন্য ল্যাভরভ পুতিনের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের দিকে ইঙ্গিত করেন।

যেখানে পুতিন যুক্তি দিয়েছিলেন, জেলেনস্কি তার বৈধতা হারিয়েছেন।

তিনি বলেন,  আমরা আশা করি খুব শিগগির অথবা পরে ইউক্রেনে এমন রাজনৈতিক নেতাদের আবির্ভাব ঘটবে যে তারা জনগণের স্বার্থের প্রতি উদাসীন হবেন না।

তিনি আরও বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক সাফল্যের ক্ষেত্রে পশ্চিমাদের অবশ্যই ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া কিয়েভকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। এটি যত দ্রুত ঘটবে, তত দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি শুরু হবে।

news24bd.tv/TR