পল্লী বিদ্যুতের ৯৩ শতাংশ গ্রাহকের বাসায় বিদ্যুৎ ফিরেছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৯৩ শতাংশ গ্রাহকের বাসায় বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে।

পল্লী বিদ্যুতের ৯৩ শতাংশ গ্রাহকের বাসায় বিদ্যুৎ ফিরেছে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৯৩ শতাংশ গ্রাহকের বাসায় বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে, যা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির গ্রাহকদের বেলায় ৮৭ শতাংশ। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত এক হিসাবে এই তথ্য উঠে এসেছে।

বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমালে পল্লী বিদ্যুতের ৩ কোটি ৩ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হন। এদের মধ্যে ২ কোটি ৮২ লাখ গ্রাহকের বাসায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে, যা মোট গ্রাহকের ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ কোম্পানি তার ২ লাখ ৮২ হাজার গ্রাহকের বাসায় বিদ্যুৎ সংযোগ স্থাপিত করেছে, যা মোট ৪ লাখ ৫৩ হাজার গ্রাহকের মধ্যে ৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুতের ২৫ হাজার কর্মী মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানানো হয়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক