রাফায় আবারও ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

রাফায় আবারও ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

অনলাইন ডেস্ক

গাজার দক্ষিণের রাফা নগরীর শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবারের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফার পশ্চিমে উদ্বাস্ত ফিলিস্তিনিদের তাঁবু শিবিরে ইসরাইলের বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন। এদিকে, গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকার আল-মাওয়াসির কয়েকটি তাঁবু শিবিরে আঘাত হেনেছে ইসরায়েলি ট্যাংকের গোলা।


 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শুরুর পর মঙ্গলবার রাফা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছে ইসরায়েলের ট্যাংক এবং মেশিনগান সজ্জিত সাজোঁয়া যান। মিসরের সীমান্ত থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৫০০ মিটার।

রাফায় প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে দখলদার বাহিনীরা। গত রোববার রাতে রাফার তাল আল-সুলতান শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৪৫ জন নিহতের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

এর মধ্যে নতুন করে এ হামলা।  
 
এদিকে, গাজায় ইসরায়েলের চলমান এই আগ্রাসনের মধ্যেই গতকাল মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক