বেনজীর পরিবারের গুলশানে বে-নজীর কাণ্ড

বেনজীর ও তার স্ত্রী

বেনজীর পরিবারের গুলশানে বে-নজীর কাণ্ড

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়মের বে-নজীর কাণ্ড দিনের পর দিন বেরিয়ে আসছে। প্যান্ডোরার বাক্স যেন খুলেছে।  
গুলশানের ঘটনাই অবাক করে দেয়। এতো টাকা তিনি কোথায় পেলেন যে একদিনে গুলশানে চারটি ফ্ল্যাট কেনেন?

বেনজীর আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চারটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক।

ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯ হাজার ১৯২ বর্গফুট। ২০২৩ সালের ৫ মার্চ । এদিন এক দিনে চারটি ফ্ল্যাট কেনেন । অবসরে যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যে।

এই চারটি ফ্ল্যাটের তিনটি ফ্ল্যাট কেনেন তাঁর স্ত্রীর নামে। অন্যটি ছোট মেয়ের নামে (আদালতে করা দুদকের আবেদন অনুযায়ী তিনি তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন)।  

দুটি ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩৫৩ বর্গফুট, দাম ৫৬ লাখ টাকা করে। বাকি দুই ফ্ল্যাটের আয়তন ২ হাজার ২৪৩ বর্গফুট করে, দাম সাড়ে ৫৩ লাখ টাকা করে। একই ভবনে চারটি ফ্ল্যাট। ভবনের নাম, র্যা নকন আইকন টাওয়ার। গুলশান আবাসিক এলাকার সিইসি (জি) ব্লকের ১৩৪ নম্বর (পুরাতন ১৩০ নম্বর) প্লটের ১২ কাঠা ১২ ছটাক জমির ওপর দুটি বেইসমেন্টসহ এটি নির্মিত।

বৈশ্বিক গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের (আরআইইউ) বরাত দিয়ে গত বছর দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব জানায়, রাজধানীতে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি গুলশানে, প্রতি বর্গফুট ১৬৬ মার্কিন ডলার, যা বর্তমানে ১৯ হাজার ৪২২ টাকার সমান।

অথচ চারটি ফ্ল্যাট কেনা হয়েছে প্রতি বর্গফুট ২ হাজার ৩৮৩ টাকা দাম দেখিয়ে। কয়েকজন আবাসন ব্যবসায়ীরা জানান, ঢাকার কোথাও এই দামে ফ্ল্যাট কেনা সম্ভব ছিল না। এটা বিশেষ ক্ষমতাবল  ছাড়া কেনা অসম্ভব।

আবাসন ব্যবসায়ীরা বলেন , রেজিস্ট্রি করার ক্ষেত্রে সঠিক মূল্য উপস্থাপন করলে সরকারকে বেশি কর দিতে হয়। এক্ষেত্রে অনেক গ্রাহক কর ফাঁকি দিতে কম মূল্য দেখান। পাশাপাশি কিছু কিছু গ্রাহক অবৈধ অর্থ (আয়কর রিটার্নে অপ্রদর্শিত) দিয়ে ফ্ল্যাট কেনেন। তাই তাঁরা কম মূল্যে ফ্ল্যাট রেজিস্ট্রি করেন। বেনজীর দ্বিতীয়টিই করেছেন।

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ মার্চ গুলশান সাবরেজিস্ট্রি অফিসে চারটি দলিলে ৯ হাজার ১৯২.৭৮ স্কয়ার ফিট (বর্গফুট) ফ্ল্যাট ক্রয় করে বেনজীর আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্যে দেখানো হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা।

news24bd.tv/ডিডি