চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল

চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল

অনলাইন ডেস্ক

ভিটামিন ই ক্যাপসুল চুলের যত্নে উপকারী। চুলের সমস্যার সমাধান পেতে হলে ভরসা রাখতে পারেন ভিটামিন ই ক্যাপসুলের উপর। কীভাবে ব্যবহার করলে সুরাহা পাবেন চলুন জেনে নেই-

তেলের সঙ্গে
চুল ভাল রাখতে তেল মালিশ করা জরুরি। তবে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন।

ভিটামিন ই সমৃদ্ধ তেল চুলের বৃদ্ধি ঘটায়। চুলের ঘনত্বও বেশি হয়। পুষ্টি পায় চুল। খুশকির সমস্যাতেও এই টোটকা কার্যকরী হতে পারে।
 

হেয়ার মাস্ক
পার্লারে যাওয়ার সময় নেই, অথচ ঝলমলে চুল চাই? তা হলে বাড়িতেই ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক। জোজোবা অয়েল এবং ভিটামিন ই সমৃদ্ধ হেয়ার মাস্ক ব্যবহার করুন। ভিটামিন ই চুলের আর্দ্রতা বজায় রাখে, ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেয়। শ্যাম্পু করার পর চুলে এই ভিটামিন ই সমৃদ্ধ মাস্ক ব্যবহার করে ৫-১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ফারাক চোখে পড়বে কয়েক মুহূর্তেই।

সিরাম
চুলের খেয়াল রাখতে সিরামের ব্যবহার অপরিহার্য। নিয়ম করে যদি সিরাম ব্যবহার করা যায়, তা হলে চুল মসৃণ এবং চকচকে হয়। সবচেয়ে ভাল হয় যদি ভিটামিন ই সমৃদ্ধ সিরাম চুলে মাখতে পারেন। রুক্ষ এবং শুষ্ক চুলের জন্য ভিটামিন ই সিরামের কোন বিকল্প নেই।

news24bd.tv/TR