দ্রব্যমূল্যের লাগাম টানতে তিন মন্ত্রণালয়ের বৈঠক

দ্রব্যমূল্যের লাগাম টানতে তিন মন্ত্রণালয়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাজারে পণ্যের দাম সহনীয় রাখা, সরবরাহ ঠিক রাখার জন্য তিন মন্ত্রণালয় একসাথে বৈঠক করেছে। পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সরকার সেটা দেখছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (২৭ মে) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এসময় কৃষিমন্ত্রী বলেন, চালের কোনো ঘাটতি নেই। চালের উৎপাদন ভালো হয়েছে। আলুর দামও সহনীয় পর্যায়ে আছে। ডিমের দাম কিছুটা বেশি।

মজুদ করে রাখার খবর আছে। এ বিষয়ে তদারকি চলছে বলেও জানান তিনি।

news24bd.tv/FA