ইরান থেকে পালিয়ে অবশেষে কানের মঞ্চে রাসুলফ

ইরান থেকে পালিয়ে অবশেষে কানের মঞ্চে রাসুলফ

অনলাইন ডেস্ক

সব বাধা পেরিয়ে কানের লালগালিচায় পা রাখলেন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ইরানের প্রখ্যাত নির্মাতা মোহাম্মদ রাসুলফ। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে তার ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন তিনি। সিনেমাটি এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ’রের জন্য লড়বে।  

শুক্রবার (২৪ মে) ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’ চলচ্চিত্রটি ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে রেকর্ড গড়েছে।

এবারের আসরে এটাই সবচেয়ে বেশি সময় ধরে করতালির রেকর্ড।

এসময় নির্মাতা বলেন, ‘আশা করছি ইরান থেকে নিপীড়ন ও স্বৈরাচারের বিলুপ্ত হয়ে যাবে। ’

ইরান সরকারের সমালোচনা করে চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে কান থেকে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ প্রত্যাহার করে নিতে তাকে চাপ দিয়েছিল।

পরবর্তীতে কান উৎসবে নিজের চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে গত ১৩ মে ইরান থেকে ইউরোপে পালিয়ে আসেন মোহাম্মদ রাসুলফ।  

news24bd.tv/TR