মস্কো সন্ত্রাসী হামলায় ইউক্রেনের গোয়েন্দারা সরাসরি জড়িত

ফাইল ছবি

মস্কো সন্ত্রাসী হামলায় ইউক্রেনের গোয়েন্দারা সরাসরি জড়িত

অনলাইন ডেস্ক

রাশিয়ার ফেডারেল সিকিউরিটির (এফএসবি) পরিচালক আলেক্সান্ডার বোর্টনিকভ বলেছেন, রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় অন্তত ২০ জনের প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ তাঁরা পেয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনের সামরিক গোয়েন্দারা মার্চে মস্কোর ঠিক বাইরে ক্রোকাস সিটি হলে মারাত্মক সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে প্রাপ্ত তথ্য প্রমাণ করে ইউক্রেন এ হামলার পিছনে রয়েছে।

news24bd.tv/DHL