ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ইউরোপের অর্থনীতি

ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ইউরোপের অর্থনীতি

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী চলমান মুল্যস্ফীতির হার ক্রমেই কমছে। ইউরোজোনভুক্ত ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা এতদিন তেমন একটা ভালো না থাকলেও ধীরে ধীরে তা আলোর মুখ দেখছে।

সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ইউরোজোনের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সামান্য প্রবৃদ্ধিতে ফিরেছে। আগের প্রান্তিকের তুলনায় যা দশমিক ৩ শতাংশ বেশি।

প্রবৃদ্ধির হার কম হলেও টানা ছয় প্রান্তিকের তুলনায় এটি উল্লেখযোগ্য পরিবর্তন। এছাড়া যে মূল্যস্ফীতি চলমান সেখান থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ইউরোজোনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইউরোপিয়ান কমিশনও ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আশাবাদী।

ইসির পাওলো জেন্টিলোনি বলেন, ‘‌আমরা কঠিন সময় অতিক্রম করেছি। মূল্যস্ফীতির হারও কমে আসছে। ’

পরিসংখ্যান অনুসারে, ইউরো অঞ্চলে মূল্যবৃদ্ধির হার স্থির ছিল। ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের পেছনে মূল ভূমিকা রেখেছে মুদ্রানীতি। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোও সুদহার কমিয়েছে।

পিএমআই সমীক্ষার তথ্য অনুসারে, মে মাসে ইউরোজোনের অর্থনৈতিক পুনরুদ্ধার গতি পেয়েছে। ব্যবসায়িক কার্যকলাপে দ্রুত বৃদ্ধি, নতুন অর্ডার এবং কর্মসংস্থান সবই রেকর্ড করেছে যা ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

news24bd.tv/SC