ছোট চুলে নজর কেড়েছেন প্রিয়াংকা

ছোট চুলে নজর কেড়েছেন প্রিয়াংকা

অনলাইন ডেস্ক

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় যেন ঝড় তুলেছিলেন বলিউডের তারকারা। সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কানের আসরে হাতে প্লাস্টার নিয়ে ভিন্ন ভিন্ন লুকে সকলের নজর কেড়েছেন সকলের। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন উর্বশী রাওতেলা, কিয়ারা আদভানিও। এদিকে ইতালির রোমে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এই অনুষ্ঠানে প্রিয়াংকার নতুন কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ আর কিছুই নয়, অভিনেত্রীর নতুন চুলের কাট নজর কেড়েছে অনুরাগীদের।  

এদিন প্রিয়াংকার পরনে ছিল সাদা-কালো গাউন, তবে নজর কেড়েছে ছোট করে ছাঁটা তাঁর চুলের নতুন স্টাইল।

অনুষ্ঠানের এক ফাঁকে প্রিয়াংকা অ্যান হ্যাথাওয়ে, লিউ ইফেই, শু কিউসহ অনেক তারকার সঙ্গে ফ্রেমবন্দী হন।

এই তিনজন অভিনেত্রীই বুলগারির বৈশ্বিক শুভেচ্ছাদূত।  

প্রিয়াংকা চোপড়া সম্প্রতি তাঁর অভিনীত নতুন ছবি ‘হেডস অব স্টেট’-এর শুটিং শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা ও জ্যাক কায়েদ। এ ছাড়াও ‘দ্য ব্লাফে’ নামে আরেকটি ছবিতেও দেখা যাবে ভারতীয় অভিনেত্রীকে।  

news24bd.tv/TR    

এই রকম আরও টপিক