অভিষেকেই কানে নজর কাড়লেন জ্যাকলিন

অভিষেকেই কানে নজর কাড়লেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় যেন ঝড় তুলেছিলেন বলিউডের সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। কানের আসরে হাতে প্লাস্টার নিয়ে ভিন্ন ভিন্ন লুকে সকলের নজর কাড়েন এই অভিনেত্রী।  

ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন উর্বশী রাওতেলা, কিয়ারা আদভানিও।

আরও পড়ুন: কটাক্ষের মুখে ঐশ্বরিয়া 

এবার কানে নিজের উপস্থিতি জানান দিয়ে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

কানে প্রথমবার মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

সোমবার প্রথমবারের মতো উৎসবের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাঁর প্রথম আউটিংয়ের জন্য তিনি একটি ফিট গাউন বেছে নেন। মিকেল ডি কউচারের একটি ঝলমলে রোজ গোল্ড রঙের কাস্টম গাউনে দ্যুতি ছড়িয়েছেন জ্যাকলিন।

আরও পড়ুন: কানে হিট ট্রাম্পের বায়োপিক 

অন্যদিকে ইতালির রোমে বুলগারি অ্যাটের্না-এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

 ইভেন্টে উপস্থিত অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।  অপূর্ব সুন্দর পোশাকে দেখা গেছে প্রিয়াংকাকে। নতুন হেয়ারস্টাইলে এদিন প্রিয়াংকার পরনে ছিল একটি কালো-সাদা গাউন। ইভেন্টে হাঁটার সময় তিনি একটি ফুলের তোড়া নিয়ে হাজির হন।

তবে এই অভিনেত্রীকে এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখা যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেখানে তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

news24bd.tv/TR