ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষকে জুতার মালা

প্রতীকী ছবি

ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষকে জুতার মালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য্যকে (৫৪) জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই শিক্ষককে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রণব কুমার বিভিন্ন সময়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেছেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী স্কুলে আসতে অনীহা প্রকাশ করলে তার অভিভাবক ঘটনা জানতে পারেন।

গত বুধবার তারা বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানান।

এর মধ্যে স্থানীয় লোকজন জানতে পেরে সোমবার সকালে অভিযুক্ত প্রণব কুমারকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

news24bd.tv/কেআই