ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে কী কথা বলেছেন পুতিন?

ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে কী কথা বলেছেন পুতিন?

ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে কী কথা বলেছেন পুতিন?

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (২০ মে) রাশিয়ান নিউজ এজেন্সি আরআইএ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে মোখবারের কথা হয়েছে। তারা রাশিয়া-ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের অভিপ্রায় ব্যক্ত করেছেন।

দুই নেতাই পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

প্রেসিডেন্ট পুতিন বলেন, এই দুর্ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

news24bd.tv/aa