বিশ্বব্যাংক নিরাপদ সড়ক প্রকল্পে সহায়তা করছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশ্বব্যাংক নিরাপদ সড়ক প্রকল্পে সহায়তা করছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু থেকে সরে যাওয়ার বিশ্বব্যাংকের অনুরোধে নিরাপদ সড়কের প্রকল্পে সহায়তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের প্রথম সভায শেষে এ তথ্য জানান তিনি।

কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে যত দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে তত শিগগিরই জনগণকে সেবা দেয়া যাবে। রাজধানীতে মোটরসাইকেলে দুজনের বেশি যাতায়াত করতে পারবে না- সরকারের এমন সিদ্ধান্তে ৯০ ভাগের বেশি সফলতা এসেছে।

ফিটনেসবিহীন গাড়িকে রাস্তা থেকে তুলে দিয়ে প্রশাসন স্ক্রাপ হিসেবে ধ্বংস করবে জানিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার ওপরে গুরুত্ব দিচ্ছে সরকার।

এসময় সড়ক পরিবহন মালিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার বিষয়েও সংস্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি, ফিটনেস ঠিক রেখে গণপরিবহনগুলোকে দৃষ্টিনন্দন করার নির্দেশনাও দেন তিনি।

news24bd.tv/ab