লক্ষ্ণৌকে নিয়েই ডোবার কাছাকাছি দিল্লি

লক্ষ্ণৌকে নিয়েই ডোবার কাছাকাছি দিল্লি

অনলাইন ডেস্ক

আইপিএলের প্লে-অফে ওঠার আশা উজ্জ্বল করতে গত রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়টা অনিবার্য ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। তবে অরুন জেটলি স্টেডিয়ামে হেরে গেছে লক্ষ্ণৌ। জিতেও দিল্লির অবশ্য খুব একটা লাভ হয়নি। তারাও আছে বিদায়ের দ্বারপ্রান্তে।

বলা চলে, লক্ষ্ণৌকে নিয়েই ডুবতে চলেছে রিশভ পন্তের দল।  

মঙ্গলবার (১৫ মে) রাতে লক্ষ্ণৌকে ১৯ রানে হারিয়েছে দিল্লি। এ জয়ে ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে দলটি। লক্ষ্ণৌ ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।

 

আগে ব্যাট করায় প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে লক্ষ্ণৌর বিপক্ষে কমপক্ষে ৯৬ রানে জিততে হতো দিল্লিকে। এরপর চেয়ে থাকতে হতো সানরাইজার্স হায়দরাবাদের দিকে। আগে ব্যাট করে দলটি কাল পায় ২০৮ রানের বড় সংগ্রহও। কিন্তু লক্ষ্ণৌকে অল্পতে থামাতে পারেনি দিল্লির বোলাররা।

রান তাড়ায় নেমে লক্ষ্ণৌ নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। ওপরের সারির ব্যাটাররা খেলতে পারেননি দায়িত্ব নিয়ে। তারপরেও নিকোলাস পুরানের ২৭ বলে ৬১ এবং আরশাদ খানের ৩৩ বলে ৫৮ রানের ঝড়ে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে লক্ষ্ণৌ। দিল্লির হয়ে ৩৪ রানে ৩ উইকেট নেন ইশান্ত শর্মা।  

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নামা দিল্লির হয়ে রানের খাতা না খুলেই বিদায় নেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। পরে অভিষেক পোরেলের ৩৩ বলে ৫৮ এবং ত্রিস্তান স্টাবসের ২৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ৪ উইকেটে ২০৮ রানের পুঁজি পায় দিল্লি। লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন নাভিন উল হক।

news24bd.tv/SHS