মালয়েশিয়ায় বাংলাদেশিকে পিষে মারল বন্যহাতি

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশিকে পিষে মারল বন্যহাতি

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে মো. নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির কেলানতান রাজ্যের গুড়া মুসাং জেলার পোস ব্লাউয়ের কাম্পুং ওম এলাকার একটি খামারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশি করেনি কর্তৃপক্ষ।

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সিক চুন ফু এক বিবৃতিতে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে তারা এ ঘটনার খবর পান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এ সময় হাতিটি দৌড়ে এসে তাদের আক্রমণ করে।

পুলিশ জানায়, সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান। তদন্তে দেখা গেছে, নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

news24bd.tv/ab