প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

হারুন-অর-রশিদ

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ করা সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার উত্তর বিভাগ।

রোববার (১২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ এ তথ্য জানান।  

হারুন জানান, চক্রটি প্রাথমিক বিদ্যালয়, কৃষি অধিদপ্তর, ভূমি অফিস, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে যুক্ত। এদের মাধ্যমে যাদের চাকরি হয়েছে তাদের খুঁজে বের করা হবে।

 

ডিবিপ্রধান বলেন, যারা চাকরির জন্য টাকা দিয়েছেন এবং যারা নিয়েছেন কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময়, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পরিদর্শককে আরও সচেতন থাকার পরামর্শ দেন মহানগর গোয়েন্দা প্রধান।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক