শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা টাঙাবে ছাত্রলীগ

শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা টাঙাবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দেশটির পতাকা উত্তোলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একইসময় রাজু ভাস্কর্যের সামনে ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টে সংহতি জানিয়ে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বিকেলে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। অক্টোবরে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর গাজায় হামলা চালিয়ে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এমন অবস্থায় ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র ৭০জন শিক্ষার্থী এ যুদ্ধে সমর্থনকারীদের সাথে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন বন্ধের আন্দোলন শুরু করে৷ যার সংহতি এখন সারা বিশ্বে ছড়িয়েছে।

এদিন আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরাও। দাবি জানান, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি সকল পণ্য বয়কটের। এসময় বাংলাদেশি পাসপোর্টে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি আবার ফিরিয়ে আনার দাবিও জানান তারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক