নাটোরে হত্যার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরে হত্যার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে আজিম নগর স্টেশনে মো. মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে লালপুর  উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চার-পাঁচ জনের একটি দুর্বৃত্তের দল এসে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। এ ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুর্বৃত্তদের আটকে পুলিশ কাজ করে যাচ্ছে। স্থানীয়রা আরও জানায়, নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু ২০১৮ সালের লালপুর উপজেলার গোপালপুরে জাহারুল হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক