তিন মামলায় মামুনুল হকের জামিন, এখনই মিলছে না কারামুক্তি

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

তিন মামলায় মামুনুল হকের জামিন, এখনই মিলছে না কারামুক্তি

অনলাইন ডেস্ক

মতিঝিল ও পল্টন থানায় দায়ের হওয়া তিন মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়ের হওয়া ধর্ষণের মামলাতেও জামিন পান তিনি। বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

জামিনের তথ্য নিশ্চিত করে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল জানান, ২০১৩ সালে মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালে পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক।

 

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুলকে উদ্ধার করেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের এক মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

৩০ এপ্রিল রিসোর্টে মামুনুল হকের সাথে থাকা নারী তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি ধর্ষণের মামলা করেন।

৩ নভেম্বর পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়।

এসব ছাড়াও তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই কারামুক্ত হতে পারছেন না মামুনুল হক।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক