আমীর খসরু কারাগারে, তাহের রিমান্ডে

আমীর খসরু কারাগারে, তাহের রিমান্ডে

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমন্ডি থানার মামলায় আজ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৪ জুলাই) আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম।

এদিনে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার প্রায় চারশ’ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে বিএনপি ও সমমনা দলগুলোর বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। এ নিয়ে গত ৬ দিনে ঢাকায় অন্তত এক হাজার সাতশ’ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।

এর আগে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস-চেয়ারম্যান আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ গ্রেপ্তার হন।

 এর মধ্যে আমীর খসরু ও নিপুণ রায়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া টুকু-আমিনুল-মিয়া গোলাম পারওয়ার ও নুরকে রোববার ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

news24bd.tv/তৌহিদ

 

এই রকম আরও টপিক