আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সঙ্গে কাজ করবে বিএনপি: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী

আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সঙ্গে কাজ করবে বিএনপি: আমীর খসরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ আঞ্চলিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি।  

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

আমীর খসরু বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সামনের দিনগুলিতে দুই দেশ যেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে এবং সম্ভাবনা রয়েছে; বৈঠকে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ’ 

পরিবর্তিত প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ দাবি করে বিএনপি এই নেতা জানান, আলোচনায় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগীতার বিষয় বিশেষভাবে স্থান পেয়েছে।


news24bd.tv/আইএএম