গাজায় স্থল অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু

গাজায় স্থল অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গাজায় স্থল অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

গাজায় স্থল অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সমঝোতাকে প্রত্যাখ্যান করে নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু নেতানিয়াহু জানিয়েছেন তিনি যুদ্ধ বন্ধ করবেন না এবং পূর্ণ বিজয় অর্জন পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন: মাত্রা ছাড়িয়ে গেল বৈশ্বিক তাপমাত্রা

বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এখনও সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ এবং গাদি আইজেনকোটের সাথে তার হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

বুধবার নেতানিয়াহু বলেন, আমরা পূর্ণ বিজয়ের পথে রয়েছি।

যুদ্ধ আরও অনেক মাস চলবে এবং এছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

মাত্র এক রাতের ব্যবধানে গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছেন, গাজায় স্থল অভিযান মানবিক সঙ্কটকে আরও তীব্র করবে এবং এর প্রভাব আঞ্চলিক রূপ ধারণ করবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক