ইরাক ও সিরিয়ায় হামলা চালালো তুরস্ক

সংগৃহীত ছবি

ইরাক ও সিরিয়ায় হামলা চালালো তুরস্ক

অনলাইন ডেস্ক

উত্তর ইরাকে গত দুইদিনে ১২ জন তুর্কি সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এ ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির(পিকেকে) ২৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। খবর রয়টার্সের।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত ১০টায় পিকেকে কর্তৃক ব্যবহৃত সামরিক চৌকি, আস্তানা এবং তেলের খনিতে হামলাগুলো চালানো হয়।

হামলার সময় ১৬ জন পিকেকে সদস্য মারা গিয়েছে।

তবে ইরাক ও সিরিয়ার ঠিক কোন কোন এলাকায় হামলা চালানো হয়েছে সে ব্যাপারে তুরস্ক সরকার কিছু জানায়নি।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) পিকেকে’র সাথে সংঘর্ষে ১২ জন তুর্কি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছিলো তুরস্ক সরকার।

শুক্রবার তুর্কি সেনাবাহিনীর সাথে এক সংঘর্ষে সাতজন পিকেকে যোদ্ধা নিহত হয়েছিলো।

তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী হিসেবে পরিচিত পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পিকেকে যোদ্ধাদের নিধনে তুরস্ক ইরাকের ভেতরে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক