১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে জাবালে নূরকে

জাবালে নূরের বাসটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা [ফাইল ছবি]

১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে জাবালে নূরকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর  কুর্মিটোলা সড়কে জাবালে নূর পরিবহনের বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় তাদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
জাবালে নূর কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জাবারে নূরের আবেদন খারিজ করেন। এর ফলে জাবালে নূর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গেল ৩০ জুলাই এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।

রিট আবেদন পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে জাবালে নূর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের টাকা দিতেই হবে।

পরে ৯ আগস্ট চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে জাবালে নূরের পক্ষে ছিলেন আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু।  


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর