'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে বাংলাদেশের ভূমিকায় সন্তুষ্ট ইইউ'

ফাইল ছবি

'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে বাংলাদেশের ভূমিকায় সন্তুষ্ট ইইউ'

শাহনাজ ইয়াসমিন

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

আজ  বৃহস্পতিবার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইলির সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো আছে এখন।

আগে বাংলাদেশে সন্ত্রাস ছিল, তাই সে সময় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন ছিল কিছু ইনিশিয়েটিভ নেয়া, এখন সেটা নেই বাংলাদেশে। এ ব্যাপারে ইইউ সন্তোষ জানিয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অন্য কোনো দেশ কথা বলবে, এটা মোটেও চাই না আমরা। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, আমাদের দেশেও হয়।

নির্বাচন সুষ্ঠু এবং প্রশ্নাতীত করার জন্য সরকার নিজেই কাজ করছে।

তাজুল ইসলাম বলেন, যারা এই দেশটাই চায় নি, তারা এখন নিজেদের দেশের বিষয় নিয়ে বিদেশিদের সাথে কথা বলে। নিজের দেশের বিষয়ে বিদেশিদের সাথে কথা বলার অর্থ দেশকেই ছোট করা, এটা বিএনপির করা উচিত নয়। তাদের কোনো কিছু বলার থাকলে নিজেদের মধ্যেই সেটা নিয়ে আলোচনা করতে পারে। এতে দেশ বড় হয়।

news24bd.tv/রিমু