ইথিওপিয়ায় বিদ্রোহীদের হাতে ৫ মাসে হত্যাকাণ্ডের শিকার ৩৬০০

ফাইল ছবি

ইথিওপিয়ায় বিদ্রোহীদের হাতে ৫ মাসে হত্যাকাণ্ডের শিকার ৩৬০০

অনলাইন ডেস্ক

ইথিওপিয়ার তাইগ্রেতে বিদ্রোহীদের হাতে ৫ মাসে ৩৬০০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে দেশটির সরকার। ২০২১ এর সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে বলে তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি।

সংবাদমাধ্যমটি জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এবং ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশনের যৌথ তদন্ত দলের পক্ষ থেকে ইথিওপিয়া সরকার এবং বিদ্রোহী উভয় গোষ্ঠীকে চাপ দেওয়ার পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের উদ্যোগ নেয় সরকার। মাঝে কয়েক দিন যুদ্ধবিরতির পর গত ২৪ আগস্ট থেকে ফের যুদ্ধ শুরু হয় তাইগ্রে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে।

বিগত প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইথিওপিয়ার তাইগ্রে বিদ্রোহীরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রে অঞ্চলে সম্প্রতি চালু থাকা সহায়তা কার্যক্রম আবারও যুদ্ধ শুরু হওয়ায় বন্ধ হয়ে গেছে।

news24bd.tv/রিমু