চোরাই ফোন বিক্রি করলেও গ্রেফতার: ডিবি

সংগৃহীত ছবি

চোরাই ফোন বিক্রি করলেও গ্রেফতার: ডিবি

অনলাইন ডেস্ক

শুধু মোবাইল চোর নয়, যারা চোরাই মোবাইল বিক্রি করছে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান একেএম হাফিজ আক্তার। বুধবার (১৮ মে) রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

ডিবি প্রধান বলেন, সম্প্রতি মোবাইলফোন টেনে নিয়ে বা চুরি হয়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনায় পুলিশের কাছে অভিযোগ এলে ফোনগুলো উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরে তারা আবার বেরিয়ে আসে এবং পুনরায় চোরাই মোবাইল বিক্রি শুরু করে। যারা চোরাই মোবাইল বিক্রি করবে তাদেরও আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে। ‌‌‌‌‌

হাফিজ আক্তার বলেন, পুরনো ফোন বিক্রি করা অপরাধ নয়।

কিন্তু যারা চোরাই ফোন কিনে বিক্রি করেন সেটা অপরাধ। তাদের আইনের আওতায় আনা হবে।

news24bd.tv/আলী