এমপি আনার হত্যা: বাবুকে নিয়ে মোবাইল উদ্ধার অভিযানে ডিবি

এমপি আনার হত্যা: বাবুকে নিয়ে মোবাইল উদ্ধার অভিযানে ডিবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনায়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে নেমেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

আজ বুধবার (২৬ জুন) সকাল ১১টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে বাবুকে ঘটনাস্থল শহরের পায়রা চত্বরে আনা হচ্ছে। এ জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নিতে ঢাকা থেকে এসেছে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ডিএমপির একটি বিশেষ টিম।

শহরের পায়রা চত্বরের নিদিষ্ট এলাকা ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে মানুষজন ফাঁকা করা হয়েছে।

এসময় কিছু দোকানপাট বন্ধ রাখতে দেখা যায়। একই মামলায় গ্রেপ্তার হওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর স্ত্রীর মার্কেট পিপিলীকার পেছনের ডোবায় নামতে প্রস্তুত করা হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আনা হচ্ছে বেশ কয়েকজন জেলেকেও।

এর আগে, গতকাল বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হয়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক