বাণিজ্য মেলায় চাহিদা বেড়েছে পাটজাত পণ্যের

মাহমুদুল হাসান

এবারের বাণিজ্য মেলায় চাহিদা বেড়েছে পাটজাত বিভিন্ন পণ্যের। দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি ব্যাগ, গৃহস্থালী পণ্যসহ বিচিত্র সব পণ্যের ভালো  বিক্রি হচ্ছে- বলছেন আয়োজকরা।

সম্ভাবনাময় এই খাতকে বিশ্ব দরবারে পরিচিত করাতে, এই মেলা বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের।

দিন যতো গড়াচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

মাসব্যাপী এই আয়োজন খোলা থাকছে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

রোববার বেশি ভিড় দেখা গেল পাটের তৈরি পণ্যের বিভিন্ন স্টলে। সারাদেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য এক প্লাটফর্মে প্রদর্শনের সুযোগ করে দিয়েছে এই মেলা।

এরই মধ্যে দেশের বাইরে থেকেও মিলছে পণ্যের ক্রয়াদেশ।

বৈচিত্র্যময় পণ্য পেয়ে মুগ্ধ মেলায় স্থানীয় ক্রেতারাও।

বিক্রেতারাও খুশি পাটপণ্যের এমন বেচাকেনায়।

আরও পড়ুন: 

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউকে সমর্থন করছে না জাপা

news24bd.tv/তৌহিদ