ক্ষণজন্মা রাজনীতির সিদ্ধ পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম

ফাইল ছবি

ক্ষণজন্মা রাজনীতির সিদ্ধ পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম

ফখরুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম। নির্লোভ, নির্মোহ, আর ক্ষণজন্মা রাজনীতির সিদ্ধ পুরুষ। ছিলেন সততা আর আস্থার প্রতীক। তৃণমূল থেকে দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের দু'বারের সাধারণ সম্পাদক।

দলমত নির্বিশেষে জনপ্রিয় এই রাজনীতিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এখনো তাঁর স্মৃতি হাতড়ে বেড়ান পরিবারের সদস্যরা।    

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম। মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের দু'বারের সাধারণ সম্পাদক।

হয়েছিলেন কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ থেকে টানা ৫ বারের সংসদ সদস্য। তিনবারের মন্ত্রীত্বে সামলেছেন জনপ্রশাসন, স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

বঙ্গবন্ধুর কাছে যেমন পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আস্থাভাজন তেমনি শেখ হাসিনার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন সৈয়দ আশরাফ। ওয়ান ইলিভেনের মতো ক্রান্তিলগ্নে দলের কর্মীদের মনবল চাঙ্গা রাখতে নিয়েছিলেন অগ্রণী ভূমিকা।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকের নির্মম পিটুনিতে পালালো দুই ছাত্র


অর্ধশত বছরের গৌরবময় রাজনৈতিক ক্যারিয়ারে অর্জন করেছেন সবস্তরের মানুষের ভালোবাসা। সমকালীন যেকোনো রাজনীতিকের তুলনায় নিজেকে নিয়ে গেছেন কালোত্তীর্ণ ভূমিকায়। সাদা মনের একজন সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি অতল শ্রদ্ধা।

news24bd.tv রিমু