বিয়ের অনুষ্ঠানে এক টুকরো কেক বেশি খেয়ে গুনতে হলো বিল!

বিয়ের অনুষ্ঠানে এক টুকরো কেক বেশি খেয়ে গুনতে হলো বিল!

অনলাইন ডেস্ক

বিয়েবাড়িতে মুখরোচক নানা রকম খাবার একটু বেশিই খাওয়া হয় অন্য সময়ের চেয়ে। কিন্তু তাই বলে বাড়তি খাওয়ায় বিল পরিশোধ করতে হবে- এমনটা সাধারণত না হলেও অভাবনীয় এই কাণ্ডটিই ঘটেছে এক ব্যক্তির সাথে। তথ্যবিনোদন ভিত্তিক ওয়েবসাইট ‘রেডিট’-কে এ তথ্য জানান সেই ব্যক্তি।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

কৃষকদের বিক্ষোভ মিছিলে উত্তপ্ত হরিয়ানায রাজ্য

কাতারে চলছে ভোট, ফল ঘোষণার সম্ভাবনা আজই

বুনো শুকরের খপ্পরে শাকিরা

বিয়ে বাড়িতে দাওয়াত নবদম্পতি জানান, তারা অতিথিদের টাকায় কেনা কেক কাটবেন।

তখন সবাই মিলে চাঁদা তুলে কেক কেনার সিদ্ধান্ত হয়। প্রত্যেকে এক টুকরো করে কেকের দাম দিবেন। প্রতি টুকরো কেকের দাম ৩.৬৬ পাউন্ড, যা বাংলাদেশি ৪২৪.৫৬ টাকা। তাই সবাই মিলে কেক কিনলেন, আর সেই কেক কাটলেন নবদম্পতি।
অনুষ্ঠান শেষে অতিথিরা যে যার বাড়ি চলে যান। কিন্তু বিপত্তি ঘটলো এরপরই।

রেডিট-কে ওই অতিথি জানান, বিয়ের অনুষ্ঠানের দুই দিন পর ওই নবদম্পতি মোবাইলে মেসেজ পাঠান। যেখানে লেখা ছিল, আমরা বিয়ের সিসিটিভি ফুটেজ দেখছিলাম। দেখলাম, আপনি দু’টুকরো কেক খেয়েছেন। অথচ, এক টুকরোর দাম দিয়েছেন। দয়া করে আর এক টুকরোর দাম দ্রুত পাঠিয়ে দিন।

news24bd.tv/এমি-জান্নাত