বাংলাদেশে বন্যা নিয়ে উসকানিমূলক শিরোনাম, জি-মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

বাংলাদেশে বন্যা নিয়ে উসকানিমূলক শিরোনাম, জি-মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

অনলাইন ডেস্ক

ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে উসকানিমূলক সংবাদ প্রকাশে ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার।

বুধবার দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটে (zeemedia.in) প্রবেশ করলে দেখা যায় তাদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। সেখানে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা গেছে।

ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরামী করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো। তাছাড়া, ওয়েসাইটের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।

বুধবার এই ওয়েবসাইটে প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে।

পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।

news24bd.tv/FA