জিয়াউর রহমানের কবরসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে

জিয়াউর রহমানের কবরসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ ভবনের নকশার মধ্যে জিয়াউর রহমানের তথাকথিত কবরসহ যত অবৈধ স্থাপনা আছে সব সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  

তবে কবে সেটা কার্যকর হবে এবং কোন প্রক্রিয়ায় হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার বলেও জানান তিনি।    

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।  

আরও পড়ুন


আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: নিউজ টোয়েন্টিফোরকে মির্জা ফখরুল

পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না

সালমান শাহের মৃত্যু রহস্য তদন্তে নতুন শুনানি ৩১ অক্টোবর

মিরপুরে আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু


মন্ত্রী বলেন, সরকার কোন ব্যক্তিগত শত্রুতা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় নি।

ইতিহাস যাতে বিকৃত না হয় এবং ইতিহাসে যাতে কোন মিথ্যাচার প্রতিষ্ঠিত না হয় সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে।

news24bd.tv রিমু