হেফাজতের মহাসচিব করোনা আক্রান্ত নয়

হেফাজতের মহাসচিব করোনা আক্রান্ত নয়

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হাইআতুল উলয়ার সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা ও জামিয়া সোবহানিয়া মাহমুদ নগরের শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা নূর হুসাইন কাসেমী করোনা আক্রান্ত নয়।

নূর হুসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। এই তথ্য জানিয়েছেন নূর হুসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ। তবে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্চে।

 

মুনির আহমেদ জানান,‘আগে থেকেই হুজুরের (নূর হুসাইন কাসেমী) লাংকে ইনফেকশন ছিল। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ’

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

আরও পড়ুন:


পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি নিহত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন মরক্কোর

হাসপাতালের জানালার কার্নিশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

সালমার নতুন গান 'অন্তঃপুরে'


news24bd.tv কামরুল