করোনায় মারা গেলেন শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী

করোনায় মারা গেলেন শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী

শেখ সফিউদ্দিন জিন্নাহ, গাজীপুর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি দলীয় মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ (ইন্নালিল্লাহি-----রাজিউন)।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক । তার বয়স হয়েছিল ৪৫ বছর।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।   


আরও পড়ুন: 

করোনায় মারা গেলেন বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ

এথেন্সের বিমানবন্দরে কেন দীপিকার মূর্তি

পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

‘হিজাব নিয়ে কথা তুললে বেগম রোকেয়ার শালীনতার ছবি তুলে ধরা হয়’


মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার শ্রীপুর উপজেলায় বাদ মাগরিব নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

শ্রীপুর পৌরসভা মেয়র নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

news24bd.tv নাজিম