৬০ কি.মি. পথ হেঁটে বাড়ি ফিরল ছোট্ট কুকুর (ভিডিও)

চন্দ্রানী চন্দ্রা

২৬ দিনে ৬০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল ছোট্ট কুকুর ডুডো। এতেই বোঝা যায়, কুকুর সবচেয়ে আশ্চর্যজনকভাবে অনুগত প্রাণী। তারা তাদের নিজস্ব উপায়ে ভালবাসা প্রকাশ করে।

মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল ছোট্ট কুকুর ডুডো।

  চীনের স্থানীয় গণমাধ্যম পত্রিকা থেকে জানা যায়, ২৬ দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটে বাড়ী ফিরেছে সে।

চীনের হাংঝোউ কিউ নামে এক ব্যক্তির পোষ্য ডুডো। ওই পরিবারের সকলেরই খুব আদরের সে। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুরটি।

বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সেই সময়েই দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি।

দোউ দোউ হারিয়ে যাওয়ায় পরিবারের সকলেরই মন খারাপ ছিল। কিন্তু আচমকাই বাড়ি ফিরে আসায় পরিবারের সবাই খুশি। একদিন সকালে দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান। অনেক পথ হাঁটার ক্লান্তি তো ছিলই, সেই সঙ্গে সারা গায়ে ময়লা।

চীনেরই এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়। তবে এতটা দূর থেকে পথ চীনে বাড়ি ফেরাকে প্রভূভক্ততার পাশাপশি প্রতিভা বলতেই হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর