নেই স্বাস্থ্য সচেতনতা, পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড়

নেই স্বাস্থ্য সচেতনতা, পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড়

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বিনোদন প্রেমীদের ভিড় পাঁচ মাস পর ফিরে এসেছে। কিন্তু সেখানে কাউকেই স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখা যায়নি। যেমন খুশি তেমন ভাবেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে সব শ্রেণি পেশার মানুষ।

news24bd.tvএদিকে চট্টগ্রামের ফয়স লেকসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে পর্যটকদের আগমন ঘটলেও স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

পতেঙ্গা সমুদ্র সৈকতে এ যেন বাঁধ ভাঙা আনন্দ। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বোঝার উপায় নেই দেশে করোনা মহামারী চলছে। বেড়াতে আসা কারো মুখেই ছিলো না মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্বও।

গেল ২২ শে আগস্ট জেলা প্রশাসন ১৬ শর্তে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেয়।

এরপর থেকেই দিন দিন বাড়ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড়। এমনকি বিপুল সংখ্যক মানুষের জনসমাগম থাকলেও প্রশাসনের নেই তেমন কোন তৎপরতা।

news24bd.tvপর্যটকরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সমুদ্রের সঙ্গে মিতালি গড়তেই তারা ছুটে এসেছেন সৈকতে। তাই কোন বাধা নিষেধেই ভ্রুক্ষেপ নেই তাদের।

যদিও বরাবরের মতো চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জোর দিয়েছেন বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই।

এদিকে ফয়স লেকসহ অন্যান্য বিনোদন কেন্দ্রেও পর্যটকদের ভিড় দিন দিন বাড়ছে। তবে প্রশাসনের কারণে ফয়স লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানায় পর্যটকদের কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি উধাও।

সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন থাকার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর