খুড়িয়ে খুড়িয়ে চলছে খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসা সেবা

খুড়িয়ে খুড়িয়ে চলছে খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসা সেবা

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

নানা অব্যবস্থাপনায় খুড়িয়ে খুড়িয়ে চলছে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসা সেবা। কাগজে কলমে ৩১ শয্যার হলেও সেবা মিলছে না ১০ শয্যারও। অন্যদিকে, শুধুমাত্র চালক না থাকায় রোগীদের যাতায়াত সুবিধার্থে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নৌ অ্যাম্বুলেন্সটিও প্রায় নষ্ট হওয়ার পথে।  

নেত্রকোনা জেলার সবচেয়ে বড় হাওর উপজেলা খালিয়াজুরী।

হাওরের মানুষের উন্নত চিকিৎসার কথা চিন্তা করে ১৯৯৯ সালে নির্মিত হয় ৩১ শয্যা বিশিষ্ট খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবকাঠামোগত উন্নয়ন হলেও কর্মস্থলে ডাক্তার না থাকাসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন হাওরবাসী। সঠিক রক্ষণা বেক্ষনের অভাবে নষ্ট হচ্ছে বেড, ফ্যানসহ বিভিন্ন যন্ত্রাংশ।

হাসপাতালটি কাগজে কলমে ৩১ শয্যার হলেও সেবা মিলছে না ১০ শয্যারও।

বেশির ভাগ সময়ই হাসপাতালে চিকিৎসক থাকেনা জানিয়ে কাঙ্খিত সেবা না পাওয়ার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

আবাসিক মেডিকেল অফিসার ডা: মিলি দেও জানালেন জনবল সংকটের কথা।

উপজেলাটির সব কটি ইউনিয়নই বছরের বেশিরভাগ সময়ই পানিবন্দী থাকে। তাই দু’ বছর আগে হাওরের রোগীদের যাতায়াত সুবিধার্থে একটি নৌ অ্যাম্বুলেন্সটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র চালক না থাকায় নৌ অ্যাম্বুলেন্সটিও প্রায় নষ্ট হওয়ার পথে।

আর বরাবরের মতোই অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
শুধুমাত্র আশ্বাস নয়, হাওরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে জেলা স্বাস্থ্য বিভাগ, এমনটাই দাবি  হাওরাঞ্চলের মানুষের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর