আবারো শুরু হয়েছে কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবারো শুরু হয়েছে কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে কর্নফুলীর নদীর মাঝিরঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময়, ছোট বড় প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি কয়েকজন দখলদারকে অর্থদন্ড দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টানা ৫ দিনের উচ্ছেদ অভিযানে ২৩০ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘদিন বন্ধ থাকায় আবারও নদীর জায়গা দখল নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। কর্ণফুলীর আদি চ্যানেল উদ্ধার না হওয়ায় পর্যন্ত এবারের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর