দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ

সংগৃহীত ছবি

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

রোববার (১ সেপ্টম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

বিগ ব্যাশের নিলামে এবারই প্রথমবার নাম দেন রিশাদ। আর প্রথমবারেই তাকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স। রোববার নিলামে ২৮ নম্বর ডাকে রিশাদকে দলে টানে হোবার্ট।

এর ফলে বিগ ব্যাশে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হয়েছেন রিশাদ।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম বড় এই আসরে এবার প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে হোবার্ট হ্যারিকেন্সে ডাক পেলেন রিশাদ হোসেন।

রিশাদ হোসেন এবারের বিবিএলে অ্যাভেইলেবল থাকবেন ৬ থেকে ৯টি ম্যাচ ও ফাইনালের জন্য। ড্রাফটে নাম লেখানোর সময়ই জানানো হয় তার খেলার সময়সীমা। হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, ক্রিস জর্ডানের মতো তারকাদের।

news24bd.tv/JP