শ্রীলঙ্কায় বিশাল জয় বাংলাদেশের

শ্রীলঙ্কায় বিশাল জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের সফরে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

আসন্ন অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ।

জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। ২০ ওভার ব্যাট করে পায় ১৬৪ রানের সংগ্রহ। রানতাড়ায় নেমে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

আরও পড়ুন: জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

এর আগে টস হেরে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাথি রানি। দ্বিতীয় উইকেটে সুবহানা মুস্তারির সঙ্গে ৬৮ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন তিনি। অন্যদিকে সুবহানা মুস্তারির ব্যাটে আসে ৩৯ বলে ৩৯ রান। এদিন নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা।

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে তেমন কোনো সুবিধাই করতে পারেনি স্বাগতিকরা। ব্যাট হাতে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানরা।

এইদিন বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ রান খরচায় চার উইকেট শিকার করেন অধিনায়ক রাবেয়া খান। অন্যদিকে দুটি করে উইকেট শিকার করেন সুলতানা ও ফাহিমা খাতুন।

news24bd.tv/SC